শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনের হেলিকপ্টারের কারখানা ধ্বংস করল রাশিয়া

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ২১ ০৯ ০১  

ইউক্রেনের-হেলিকপ্টারের-কারখানা-ধ্বংস-করল-রাশিয়া

ইউক্রেনের-হেলিকপ্টারের-কারখানা-ধ্বংস-করল-রাশিয়া

ইউক্রেনের জাপোরিঝজিয়া অঞ্চলের হেলিকপ্টার মেরামতের কারখানায় হামলা পরিচালনা করছে রাশিয়ার বিমান বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া এ কথা জানিয়েছে।

রিয়ার প্রতিবেদনে আরো বলা হয়, ইউক্রেনের নিপ্রো অঞ্চলের জ্বালানি গোদাম ধ্বংস করেছে রাশিয়ার বাহিনী। এটি থেকে দোনবাসে ইউক্রেনের সৈন্যদের জন্য জ্বালানি পাঠানো হতো। 

এদিকে, ইউক্রেনের স্থানীয় কর্মকর্তা জানান, জারপোঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর পাশে সারারাত গোলাগুলি হয়েছে। 

এদিকে নিপ্রোপেট্রস্ভস্ক অঞ্চলের গভর্নর ভেলেন্টাইন রেজনিকেনকো বলেন, নিকোপোলেতে সারারাত গোলাগুলি হয়েছে।  সেখান শহরে সারারাত বিদ্যুৎ ছিল না। 

নিকোপোল জেলার প্রশাসনিক প্রধান ইয়েভহেন ইয়েভতোশেনকো বলেন, মারহানেটে রকেট হামলায় ১২টির বাড়ি ধ্বংস হয়েছে।

জাপোরিঝজিয়া শহরটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে ৪০ কিলোমিটার থেকে দূরে। সেখানে সারারাত গোলাগুলি হয়েছে। এতে দু জন আহত হয়েছেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর