শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনের স্বাধীনতা দিবসে পূর্ণ হল রাশিয়ার অভিযানের ছয় মাস

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ১৯ ০৭ ০৭  

ইউক্রেনের-স্বাধীনতা-দিবসে-পূর্ণ-হল-রাশিয়ার-অভিযানের-ছয়-মাস

ইউক্রেনের-স্বাধীনতা-দিবসে-পূর্ণ-হল-রাশিয়ার-অভিযানের-ছয়-মাস

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের ছয় মাস পূর্ণ হয়েছে ২৪ অগাস্ট। একই দিন আবার ইউক্রেনের স্বাধীনতা দিবসও। ১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে ইউক্রেন। ফলে নতুন করে স্বাধীনতার এক বার্তা দিচ্ছেন ইউক্রেনের নাগরিকরা।

হামলার ছয় মাস পূর্ণ হওয়ার সময়ও ইউক্রেন স্থল, আকাশ ও সমুদ্র, তিন দিক থেকে আক্রমণের হুমকি পাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে স্বাধীনতা দিবস উদযাপন অনেকটাই ম্লান হয়ে গেছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এবং যুদ্ধের সামনের সারিতে থাকা পূর্বাঞ্চলীয় শহর খারকিভে কারফিউ বলবৎ রয়েছে। যেখানে কয়েক মাস ধরে গোলাবর্ষণ হচ্ছে।

সরকারের পক্ষ থেকে ইউক্রেনের স্বাধীনতা দিবসে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও অকেজো হয়ে যাওয়া রুশ ট্যাংক কিয়েভের রাস্তায় রেখে প্রদর্শনী করা হচ্ছে।

এদিকে, মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘রাশিয়ার উস্কানির’ বিষয়ে সতর্ক করেছেন। জেলনস্কি বলেন, ‘আমরা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হুমকির বিরুদ্ধে লড়ছি আর এটি এমন এক সময়ে যখন আমরা জাতীয় ঐক্যের সর্বোচ্চ স্তর অর্জন করেছি’।

আরো পড়ুন>> অচেনা যুবকের কাঁধে মাথা রেখে তরুণীর ঘুম, অতঃপর...

ইউক্রেনের সামরিক বাহিনী জনগণকে বিমান হামলার সতর্কতাকে গুরুত্ব সহকারে নেয়ার আহ্বান জানিয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। যুদ্ধ দেশটির ৪ কোটি ১০ লাখ জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। এখন তারা সংলগ্ন কৃষ্ণসাগর ও আজভ সাগরের উপকূলবর্তী ইউক্রেনীয় অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। পূর্ব দিকে ডনবাস অঞ্চলের অধিকাংশ এলাকাও তাদের নিয়ন্ত্রণে। তবে রাশিয়াকে ঠেকাতে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রাশিয়াকে প্রতিহত করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশটির ৯ হাজার সেনা।

আরো পড়ুন>> থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি

যদিও রাশিয়া তাদের ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করেনি। তবে মার্কিন গোয়েন্দাদের হিসাবে, যুদ্ধে ১৫ হাজারের মতো রুশ সেনা নিহত হয়েছেন।

রাশিয়ার পুতিন সরকারের দাবি, তারা প্রতিবেশী দেশটিকে ‘নব্যনাৎসি’ মুক্ত করতে সেখানে ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে। আর এ হামলাকে বিনা উস্কানিতে ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ বলে অভিহিত করছে ইউক্রেন।

১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে বের হয়ে আসে ইউক্রেন। গণভোটে ইউক্রেনের নাগরিকরা স্বাধীনতার পক্ষে রায় দেন। সেই থেকে ২৪ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছে ইউক্রেন।

সূত্র: রয়টার্স

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর