শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনকে ছয়টি মাইনহান্টার দিচ্ছে যুক্তরাজ্য

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০২  

ইউক্রেনকে-ছয়টি-মাইনহান্টার-দিচ্ছে-যুক্তরাজ্য

ইউক্রেনকে-ছয়টি-মাইনহান্টার-দিচ্ছে-যুক্তরাজ্য

নিরাপদে শস্য সরবরাহ নিশ্চিত করার জন্য সমুদ্র তলদেশের মাইন সরাতে ইউক্রেনকে ছয়টি মাইনহান্টার ড্রোন দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে শনিবার এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রয়্যাল নেভি ইউক্রেনীয় নাবিকদের সাবঅ্যাক্যাটিক মাইনহান্টার সোনার-চালিত ড্রোন ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এ ড্রোন ইউক্রেনের জলসীমার হুমকি মোকাবিলায় সহায়ক হবে।

এদিকে, ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে যাওয়া এক মার্কিন নাগরিক নিহতের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শুক্রবার তিনি এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে স্বেচ্ছায় যুদ্ধ করতে গিয়ে ছিলেন ঐ মার্কিন নাগরিক। তবে তার নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর