শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনকে অস্ত্র না দেওয়ার আহ্বান জার্মান আইনপ্রণেতাদের

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০২  

ইউক্রেনকে-অস্ত্র-না-দেওয়ার-আহ্বান-জার্মান-আইনপ্রণেতাদের

ইউক্রেনকে-অস্ত্র-না-দেওয়ার-আহ্বান-জার্মান-আইনপ্রণেতাদের

চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন জার্মানির ক্ষমতাসীন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইনপ্রণেতা। ইউক্রেন-রাশিয়ার মধ্যে যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যবস্থা করা হয় এমন অনুরোধ করেছেন এসব আইনপ্রণেতা।

জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎজের রাজনৈতিক দলের এই সদস্যরা বলেন, ইউক্রেনে ভারি অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। কারণ অস্ত্র যদি আসতে  থাকে তাহলে পারমাণবিক হামলার সম্ভাবনা বেড়ে যাবে।

‘গানস মাস্ট বি সাইলেন্ট’ শিরোনামে তৈরি করা একটি চিঠিতে তারা ইউক্রেনে যুদ্ধ দ্রুত বন্ধে কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন>> বোতলে পাওয়া গেল ৮৬ বছরের পুরোনো চিঠি

শান্তি ফিরিয়ে আনতে তারা আরেকবার চেষ্টার কথা বলেছেন। তাছাড়া রাশিয়া-ইউক্রেন দুই পক্ষের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরির কথা বলেছেন যেন দুই পক্ষ আলোচনা করতে পারে।

এ ব্যাপারে সেসব আইনপ্রণেতারা বলেছেন, বাস্তবতা স্বীকার করে রাশিয়ার সরকারের সঙ্গে একটি সম্পর্ক গড়ে তুলতে হবে যার মাধ্যমে যুদ্ধ আর ছড়িয়ে পড়বে না।

তাছাড়া আইনপ্রণেতাদের এই গ্রুপটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর