শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমিরাতে নামবে কৃত্রিম বৃষ্টি

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০২  

আমিরাতে-নামবে-কৃত্রিম-বৃষ্টি

আমিরাতে-নামবে-কৃত্রিম-বৃষ্টি

মেঘ কেটে বৃষ্টি নামাতে প্রকল্প চালু করা হয়েছে আরব আমিরাতে। এ জন্য বিপজ্জনক উড্ডয়নের সহায়তা নেবেন প্রকল্প সংশ্লিষ্টরা।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে’র প্রতিবেদনে জানানো হয়, ৪৮টি কার্টিজ ভর্তি লবণ দিয়ে মেঘকে বৃষ্টিতে রূপান্তর করা হবে আরব আমিরাতে। এর পেছনে কাজ করছেন এ্যান্ডার্স মার্ড নামে এক পাইলট।

৫৭ বছর বয়সী সুইডিশ বেশ জটিল পদ্ধতিতেই কাজটি সম্পাদন করবেন। মেঘের ভেতর কোন কিছু প্রবেশ করানো ভীষণ দুরূহ একটি কাজ। কিন্তু এ্যান্ডার্স মার্ড সেটি করবেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর