শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবারো ধর্ষণ মামলায় আদালতের মুখোমুখি রোনালদো

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১১ ১১ ০১  

আবারো-ধর্ষণ-মামলায়-আদালতের-মুখোমুখি-রোনালদো

আবারো-ধর্ষণ-মামলায়-আদালতের-মুখোমুখি-রোনালদো

সময় খারাপ গেলে বুঝি এমনই হয়! এমনিতেই মাঠের খেলায় নেই আগের সেই দুরন্তপনা। দলেও নিয়মিত জায়গা পাচ্ছেন না। এমনকি দল ছাড়তে চাইলে সেখানেও বিভিন্ন জায়গায় প্রত্যাখ্যানের পাচ্ছেন স্বাদ। এরই মাঝে পুরনো বিষয়ে আবার আদালতের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো।

অনেক দিন আগেই রোনালদোর বিপক্ষে হওয়া ধর্ষণের মামলাটি খারিজ হয়েছে। কিন্তু একই অভিযোগ নিয়ে ফের আদালতে হাজির হয়েছেন মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা। পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলারের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের অভিযোগে সফল না হলেও ক্ষান্ত হননি তিনি।

এটা অবশ্য অনেকেরই জানা, ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে ধর্ষণ মামলায় অভিযুক্ত হন রোনালদো। যুক্তরাস্ট্রের মডেল ক্যাথরিনকে ধর্ষণের পরে মুখ বন্ধ রাখার জন্য অর্থও দেন সিআর সেভেন। ২.৭৫ লক্ষ পাউন্ড দিয়ে সে দফায় আপোসের মাধ্যমে ক্যাথরিনের মুখ বন্ধ করার চেষ্টা করেন তিনি। 

এমন অভিযোগ তুলেই ফের আদালতে গেছেন ক্যাথরিন। যদিও গত জুন মাসে সেই মামলা খারিজ করা হয়। মামলা খারিজের পরে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন রোনালদো। কিন্তু এবার সেই মামলাই ফের উঠল আদালতে। এবার ক্ষতিপূরণ হিসাবে ৫৪ মিলিয়ন পাউন্ড দাবি করেছেন মার্কিন মডেল। 

এরই মধ্যে এই মামলাটির শুনানি শুরু করা হয়েছে। আদালতকে অভিযোগ জানিয়েছেন ক্যাথরিন। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা শুরু থেকেই অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন।

Provaati
    দৈনিক প্রভাতী