শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আফ্রিদির জায়গায় এশিয়া কাপে ডাক পেলেন হাসনাইন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০২  

আফ্রিদির-জায়গায়-এশিয়া-কাপে-ডাক-পেলেন-হাসনাইন

আফ্রিদির-জায়গায়-এশিয়া-কাপে-ডাক-পেলেন-হাসনাইন

চোট থেকে সেরে না ওঠায় এবারের এশিয়া কাপে শাহিন শাহ আফ্রিদিকে পাচ্ছে না পাকিস্তান। ফলে এশিয়া কাপে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে। তবে আফ্রিদির ইনজুড়িতে কপাল খুলেছে ২২ বছর বয়সী মোহাম্মদ হাসনাইনের। 

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তি দিয়ে ডানহাতি এই ফাস্ট বোলারকে আফ্রিদির পরিবর্তে তাকে দলে স্থলাভিষিক্ত করে। 

২২ বছর বয়সী হাসনাইন পাকিস্তানের হয়ে ১৮ টি-২০ খেলেছে নিয়েছেন ১৭ উইকেট। হাসনাইন দ্য হান্ড্রেডে খেলছেন ওভাল ইনভিন্সিবলসের হয়ে। যুক্তরাজ্য থেকে সরাসরি আমিরাতে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন হাসনাইন। 

আগামী ২৮ আগস্ট দুবাইয়ে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। ২ সেপ্টেম্বর শারজায় তাদের প্রতিপক্ষ বাছাই থেকে উঠে আসা দল।

শ্রীলংকা সফরে প্রথম টেস্টে আফ্রিদি ফিল্ডিংয়ের সময় ডান হাঁটুর লিগামেন্টে চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। 

বর্তমানে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে দলটি, সেখানেও খেলছেন না এই পেসার। এবার জানা গেল, তিনি খেলবেন না এশিয়া কাপেও। তবে চোট সেরে বিশ্বকাপের আগেই ফিরতে পারবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক।  

Provaati
    দৈনিক প্রভাতী