শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগামী দুই মাসে মুক্তি পাবে যেসব আলোচিত সিনেমা

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০২  

আগামী-দুই-মাসে-মুক্তি-পাবে-যেসব-আলোচিত-সিনেমা

আগামী-দুই-মাসে-মুক্তি-পাবে-যেসব-আলোচিত-সিনেমা

বেশ কয়েকদিন ধরেই সিনেমার বাজার গরম। আর তার মূলে রয়েছে ‘পরাণ’, ‘দিন দ্যা ডে’ এবং ‘হাওয়া’র মতো সিনেমাগুলো। এসব সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমা হল হাউজফুল, হলে ফিরে এসেছে আগের প্রাণ। কিন্তু এখানেই যদি থেমে যায় চাকা তাহলে ভুল হবে এমনটা ভাবা। কেননা আগামী দুই মাসে মুক্তি পাচ্ছে আরো কিছু সিনেমা।

এরইমধ্যে এসব সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন সেসব সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অনেকে। সিনেমাগুলোর মধ্যে বেশির ভাগই চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে আবেদন করেছে; কয়েকটি এখনো বাকি।

সমিতির সূত্রে জানা যায়, ৭ অক্টোবর মাহি, আদর আজাদ ও শিপন মিত্র অভিনীত এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘যাও পাখি বলো তারে’ মুক্তি পাবে।

একই দিন মুক্তির জন্য আবেদন করেছে কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘হৃদিতা’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি এবং এ বি এম সুমন।

‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় ভাগ, যার নাম রাখা হয়েছে ‘ব্ল্যাক ওয়ার’, সিনেমাটি অক্টোবরে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন সিনেমার অন্যতম পরিচালক সানি সানোয়ার।

আলোচিত সিনেমা পরাণের পর এর নির্মাতা রায়াহান রাফির নতুন সিনেমা ‘দামাল’ আসছে অক্টোবরেই। পরিচালক নিজেই জানিয়েছেন, দামাল মুক্তি পেতে যাচ্ছে ২৮ অক্টোবর।

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সূত্র জানাচ্ছে, অক্টোবরের ১৪তে ‘বৃদ্ধাশ্রম’ ও ‘ডেঞ্জার জোন’, ২১-এ ‘রাগি’ ও ‘রোহিঙ্গা’ এবং ২৮-এ ‘বান্ধব’ ও ‘পায়ের ছাপ’ সিনেমাগুলো তালিকাভুক্ত আছে মুক্তির জন্য।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সৌমেন বাবু জানান, তালিকাভুক্ত সিনেমাগুলো বরাদ্দ নেয়া তারিখ ছেড়ে দিলে সেই তারিখে অন্য সিনেমা মুক্তি পাবে।

সেপ্টেম্বরেও দুটি আলোচিত সিনেমার কথা রয়েছে। এখন পর্যন্ত জানা গেছে, ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’। এ ছাড়া ‘বিউটি সার্কাস’ সিনেমাটিও সেপ্টেম্বরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান সিনেমাটির পরিচালক মাহমুদ দিদার।

Provaati
    দৈনিক প্রভাতী