শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অটোরিকশা চালতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজনের

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

অটোরিকশা-চালতে-গিয়ে-বিদ্যুৎস্পৃষ্টে-প্রাণ-গেল-রাজনের

অটোরিকশা-চালতে-গিয়ে-বিদ্যুৎস্পৃষ্টে-প্রাণ-গেল-রাজনের

বাগেরহাটের মোংলায় অটোরিকশা চালানো শিখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার সকালে মোংলা উপজেলার উত্তর চাঁদপাই এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাজন শেখ উপজেলার দক্ষিণ চাঁদপাই গ্রামের জহুর শেখের জামাতা। রাজন শ্বশুর বাড়িতেই থাকতেন।

জানা যায়, রাজন কয়েকদিন আগে একটি নতুন অটোরিকশা কিনে চালানো শিখছিলেন। রোববার সকালে অটোরিকশাটি নিয়ে রাস্তায় বের হলে উত্তর চাঁদপাই এলাকার তিন রাস্তার মোড়ে একটি স্টিলের পাইপের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পাইপটি পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়লে পাইপ এবং অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে রাজন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা রাজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী