মিষ্টি তৈরির গুড়ে তেলাপোকা, জরিমানা ২৫ হাজার
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
মিষ্টি-তৈরির-গুড়ে-তেলাপোকা-জরিমানা-২৫-হাজার
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরে যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ওয়ালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, একই বাজারে ভাই ভাই হোটেলে নোংরা পরিবেশে এবং অস্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরি এবং রান্না খাবার ও কাঁচা মাছ-মাংস ফ্রিজে একই সঙ্গে সংরক্ষণ করায় জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা।
ওয়ালিদ বিন হাবিব বলেন, অভিযানকালে জব্দকৃত প্রায় ২০ কেজি গুড় ফেলে দেওয়া হয় এবং সাতমাইল বাজার কমিটির উপস্থিতিতে সাতক্ষীরা ঘোষ ডেইরির মালিক বিকাশ ঘোষকে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশপাশি তাকে ৩০ দিনের মধ্যে কারখানার পরিবেশ মানসম্মত করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদফতর যশোরের মাঠ ও বাজার পরিদর্শক কুতুবউদ্দিন, ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম।