কুমিল্লায় অতিরিক্ত দামে চিনি বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
কুমিল্লায়-অতিরিক্ত-দামে-চিনি-বিক্রি-৬-প্রতিষ্ঠানকে-জরিমানা
সোমবার (২৬ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের মেসার্স পবিত্র ট্রেডার্সকে ১০ হাজার টাকা, একই অভিযোগে রাইমোহন সাহা স্টোরকে ১০ হাজার টাকা, যুগেশ রায় স্টোরকে ৫ হাজার টাকা, মা-মনি স্টোরকে ৫ হাজার করে টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নিষিদ্ধ পাকিস্তানি রং ফর্সাকারী ক্রিম ও অনুমোদনহীন ভারতীয় কসমেটিকস বিক্রি করায় জসিম স্টোরকে ১০ হাজার টাকা এবং রুবেল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানাসহ ৫৮টি অনুমোদনহীন ক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, আমরা মোট ৬ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছি এবং সবাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে সরকার নির্ধারিত দামে পণ্য ক্রয়-বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।