শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাঠে গরু বাঁধার সময় হঠাৎ বজ্রপাত, প্রাণ গেল গৃহবধূর

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

মাঠে-গরু-বাঁধার-সময়-হঠাৎ-বজ্রপাত-প্রাণ-গেল-গৃহবধূর

মাঠে-গরু-বাঁধার-সময়-হঠাৎ-বজ্রপাত-প্রাণ-গেল-গৃহবধূর

সম্পর্কিত খবর দুই মাসে বজ্রপাতে মৃত্যু ১২৬ নোয়াখালী সুবর্ণচর উপজেলায় মাঠে গরু বাঁধার সময় বজ্রপাতে সবিতা রানী দাস নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। সবিতা রানী উপজেলার চরবাটা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র দাসের বাড়রে পবিত্র দাসের স্ত্রী। 

জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে মাঠে গরু বাঁধতে যান সবিতা। ওই সময় বাড়ির পাশে হঠাৎ বজ্রপাত হলে মারা যান তিনি। এ সময় একটি গরুও মারা যায়। 

চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।