শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

করতোয়ায় ভেসে উঠছে একের পর এক লাশ 

প্রকাশিত : ১১:১৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

করতোয়ায়-ভেসে-উঠছে-একের-পর-এক-লাশ 

করতোয়ায়-ভেসে-উঠছে-একের-পর-এক-লাশ 

রোববার তখন বিকেল। মহালয়া উপলক্ষে নৌকা করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। কিন্তু নৌকায় ছিল অতিরিক্ত যাত্রী। হঠাৎ শুরু হয় চিৎকার। মাঝ নদীতে পৌঁছানোর পর যাত্রীর চাপে ডুবে যায় নৌকা। ওই সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশির ভাগ যাত্রীই নিখোঁজ রয়েছেন এখনো। ওই দিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে। 


নৌকাডুবির ঘটনায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ওসি সুজয় কুমার রায়, দেবীগঞ্জ থানার ডিউটি অফিসার সোহেল রানা, ও খানসামা থানার ওসি চিত্তরঞ্জন। 

এর আগে একই দিন সকালে বোদায় দুইজনের, দেবীগঞ্জ উপজেলায় দুইজনের ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মৃতরা হলেন- লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শ্যামলী রানী (১৪), দীপঙ্কর (৩), পিয়ন্ত (২.৫), রুপালী ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), শোভা রানী (২৭), তারা রানী (২৫), সনেকা রানী (৬০), সফলতা রানী (৪০), হাশেম আলী (৭০), বিলাস চন্দ্র (৪৫), শ্যামলী রানী ওরফে শিমুলি (৩৫), উষশী (৮), তনুশ্রী (৫), শ্রেয়শী, প্রিয়ন্তী (৮), ব্রজেন্দ্রনাথ (৫৫), সনেকা রানী (৬০)। তবে তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছানোর পর যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশির ভাগ যাত্রীই এখনো নিখোঁজ রয়েছেন। তবে একই দিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সৈয়দ মাহাবুবু আলম জানান, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে তিনটি ডুবুরি দল সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ভাটি অংশের ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত চালানো হবে অভিযান।