নৈশ্য আড়তে উঠেছে ৩৫ কেজির ব্রিকেট
প্রকাশিত : ১১:১৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
নৈশ্য-আড়তে-উঠেছে-৩৫-কেজির-ব্রিকেট
জানা যায়, রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার মেঘনা নদী থেকে জালে মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য ভৈরবের বি-বাড়িয়া মৎস্য আড়তে নিয়ে আসেন অনিক বাবু নামে এক বেপারী ।
বি-বাড়িয়া মৎস্য আড়তের মালিক মানিক বাবু বলেন, প্রতিনিয়ত ভৈরবের মাছের আড়তে বড় বড় মাছ আসে। বিকেলে এক পাইকার ৩৫ কেজি ওজনের ব্রিকেটটি বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় মাছটি ৬৫০টাকা কেজি ধরে ক্রয় করেন জান্নাত এন্টারপ্রাইজের মালিক হানিফ মিয়া।
জান্নাত এন্টারপ্রাইজের মালিক হানিফ মিয়া বলেন, আমরা সব সময় বড় বড় মাছ ক্রয় করি। বিকেলে ৩৫ কেজি ওজনের ব্রিকেট মাছটি আমি ৬৫০ টাকা কেজি ধরে ক্রয় করেছি। পরে নরসিংদীর এক ব্যবসায়ীর কাছে ৭০০ টাকা কেজি করে বিক্রি করেছি।