শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে নৌকাডুবি: আলো স্বল্পতায় উদ্ধার অভিযান স্থগিত

প্রকাশিত : ০২:১৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

পঞ্চগড়ে-নৌকাডুবি-আলো-স্বল্পতায়-উদ্ধার-অভিযান-স্থগিত

পঞ্চগড়ে-নৌকাডুবি-আলো-স্বল্পতায়-উদ্ধার-অভিযান-স্থগিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযান রাত পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার রাত ১১টায় আলো স্বল্পতার কারণে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে আবার নদীতে তল্লাশি চলবে। 

এদিকে নৌকাডুবির ঘটনায় খোলা হয়েছে জরুরি তথ্যকেন্দ্র। তথ্যকেন্দ্রের তথ্যমতে, নিখোঁজ ব্যক্তির সংখ্যা বাড়ছে। সবশেষ তথ্যানুযায়ী, এখনো ৪০ জন নিখোঁজ।

উদ্ধার অভিযান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আফজাল হোসেন। তিনি বলেন, অন্ধকারে কিছু দেখতে পারছি না। ঘটনাস্থলে একটি টিম আছে। আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। সোমবার ভোর থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে। আরো দুটি ডুবুরি দল যুক্ত হচ্ছে। ৩০ কিলোমিটার পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

এর আগে, রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রংপুর থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শুরু করে। জেলার ইতিহাসে ভয়াবহ এ দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে।