সোনারগাঁয়ে ইউপি সদস্যসহ ২ জনকে পিটিয়ে হত্যার চেষ্টা
প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার
সোনারগাঁয়ে-ইউপি-সদস্যসহ-২-জনকে-পিটিয়ে-হত্যার-চেষ্টা
রোবাবার সকালে শান্তিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ইউপি সদস্য ফারুক হোসেন বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানার অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বারদি ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাতের সঙ্গে পার্শ্ববর্তী চেঙ্গাকান্দি গ্রামের ফারুক হোসেনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে রোববার সকালে শান্তিরবাজার এলাকায় মান্দারপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাত, চেঙ্গাকান্দি গ্রামের ওমর ফারুক, আশিক, নুরা ডাকাত, সুজনসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ইউপি সদস্য ফারুক হোসেনের হামলা চালায়।
তার ডাক চিৎকারে তার চাচাতো ভাই কাউসার এগিয়ে এলে তাকেও পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসীর অভিযোগ, হাবু ডাকাতের বিরুদ্ধে সোনারগাঁ, আড়াইহাজার ও ঢাকার রূপনগর থানায় ৭টি ডাকাতি মামলা রয়েছে। এমন কোনো অপকর্ম নেই যা হাবু ডাকাতের সিন্ডিকেট করছে না। শান্তিরবাজার এলাকায় মাদক ব্যবসা, অবৈধ জমি ও বালুর ব্যবসা করে যাচ্ছে। তার অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
আহত ইউপি সদস্য ফারুক হোসেন জানান, দীর্ঘদিন ধরে হাবু ডাকাত, নুরা ডাকাত, ফারুক হোসেনসহ ২০-২৫ জনের একটি সিন্ডিকেট ওই এলাকার নিরীহ মানুষের জমি দখল করে আসছে। এছাড়াও এ সিন্ডিকেটের লোকজন মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের বাধা দিলেই বিপত্তি ঘটে। তারা ওই এলাকায় আধিপত্য বিস্তার করতে চায়।
অভিযুক্ত হাবিবুর রহমান হাবু ডাকাতের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার তিনটি মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত ওমর ফারুক বলেন, বালুর ড্রেজার বসানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ধস্তাধন্তির ঘটনা ঘটে। এর চেয়ে বেশি কিছু ঘটেনি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। হাবিবুর রহমান সাতটি মামলায় জামিনে রয়েছেন।