শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোংলায় কাগজের নৌকা ভাসিয়ে নদী দিবস পালন করল শিশুরা

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

মোংলায়-কাগজের-নৌকা-ভাসিয়ে-নদী-দিবস-পালন-করল-শিশুরা

মোংলায়-কাগজের-নৌকা-ভাসিয়ে-নদী-দিবস-পালন-করল-শিশুরা

বাগেরহাটের মোংলায় নদ-নদী দখল ও দূষণ মুক্ত রাখার দাবি জানিয়ে শিশুরা কাগজের রঙিন নৌকা ভাসিয়েছে নদীতে। বিশ্ব নদী দিবস উপলক্ষে এ  আয়োজন করা হয়। ‘আমাদের জনজীবনে নৌপথ’ শ্লোগানে বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে এ বছর।

রোববার সকালে দিবসটি উপলক্ষে মোংলা নদীর মামার ঘাটে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে নদী দিবস পালিত হয়। এতে প্রতীকী কাগজের নৌকা ভাসানো কর্মসূচি ছাড়াও র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। তিনি বলেন, সরকার টেকসই উন্নয়ন কর্ম পরিকল্পনার অংশ হিসেবে নদী-খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে। মোংলা উপজেলায় ৫৫টি সরকারি খাল দখল করে রাখা হয়েছে। এগুলো উচ্ছেদের জন্য অভিযান চলছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মোংলার আহ্বায়ক মো. নূর আলম শেখ।