শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেলাবতে নিয়মিত গরু চুরি, নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

বেলাবতে-নিয়মিত-গরু-চুরি-নির্ঘুম-রাত-কাটাচ্ছে-মানুষ

বেলাবতে-নিয়মিত-গরু-চুরি-নির্ঘুম-রাত-কাটাচ্ছে-মানুষ

নরসিংদীর বেলাবতে গরু চুরির হিড়িক পড়েছে। কখন গোয়াল থেকে গরু চুরি হয় এই আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গত কয়েক মাসে এ উপজেলায় প্রায় অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।

সর্বশেষ বৃহস্পতিবার রাতেও উপজেলার পাটুলী ইউপির সুটুরিয়া গ্রাম থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। 

আব্দুল গফুরের ছেলে বাচ্চু মিয়ার অস্ট্রেলিয়ান গাভি, টুকু মিয়ার একটি দেশি গাভি, মৃত. জাজব আলীর ছেলে আব্দুলের ১ টি গাভি ও একটি ষাড় গরু, আতুশাল সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মোছাদ্দিকুর রহমান পাভেল মাস্টারের ২টি সহ মোট ৬ টি গরু। কিছুদিন আগে গলগলিয়ার আবুল কাসেমের ৪ টি গরু, মুগা থেকে এক ব্যক্তির ৮ টি গরু চুরি হয়। এসব এলাকা ছাড়াও উপজেলার সর্বত্রই কোন না কোন দিন চুরিটা ঘটনা ঘটছেই। বেপরোয়া এই চোরচক্র উপজেলার সর্বত্র অবাধে চলাচল করছে। এরা সংঘবদ্ধ ও অস্ত্রশস্ত্রে সজ্জিত বলে জানায় অনেকে।

ব্যাপকহারে চুরি আর চোরদের দাপটে অতিষ্ঠ এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাছাড়া চোরদের নানা সময়ে নানা কৌশলে মানুষ বিস্ময়। এ ব্যাপারে থানা পুলিশের নজরদারি আর টহল পুলিশের খুব প্রয়োজন বলে জানান এলাকাবাসী। 

পাটুলী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ বলেন, প্রায় প্রতি রাতেই গোয়াল ঘর থেকে চোরের দল চুরি করে নিয়ে যাচ্ছে দরিদ্র কৃষকের সহায় সম্বল। যাদের গরু আছে তারা দিশেহারা হয়ে পড়েছেন। সবাইকে পরামর্শ দিয়েছি দলে দলে পাহাড়া দিতে। আমার পক্ষ থেকেও পাহাড়া দিব।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার মানুষ জমানো সঞ্চয়, ধার-দেনা কিংবা ঋণ নিয়ে গরু কিনে তা লালন পালন করে থাকেন। সংসারে একটু স্বচ্ছলতা আনতে তারা অনেক কষ্ট করে থাকেন। গরুর দুধ বিক্রি করে পরিবারের খরচের টাকা যোগান। কৃষি নির্ভর পরিবারগুলো গরু দিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। আর গরু চোরেরা যখন এসব মূল্যবান গরু চুরি করে নিয়ে যায় তখন হতদরিদ্র এসব পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে। রাতের বেলায় যেসব সড়কে আলো থাকে না কিংবা অনেকটা নির্জন ও যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত বিশেষ করে সেসব এলাকায় চুরির ঘটনা বেশি ঘটছে। ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি জানান, গরুর ঘর থেকে রশি কেটে অথবা খুলে গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তবে এসব ঘটনায় গরু চোরদের গ্রেফতার করতে না পারায় একের পর এক চুরির ঘটনা ঘটছে।

বেলাব থানার ওসি তানভীর হোসেন বলেন, এসব বিষয়ে লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আর প্রতিটি ঘটনা ঘটার তিন-চার দিন পর আমাদের কাছে আসে মানুষ। যার ফলে ঘটনাগুলোর প্রকৃত দোষীদের পাওয়া বা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। লোকমুখে শুনে টহল টিম ব্যবস্থা করে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহবান জানিয়েছি।