শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

গলায় কলসি বেঁধে গড়াই নদীতে গৃহবধূর ঝাঁপ

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

গলায়-কলসি-বেঁধে-গড়াই-নদীতে-গৃহবধূর-ঝাঁপ

গলায়-কলসি-বেঁধে-গড়াই-নদীতে-গৃহবধূর-ঝাঁপ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মনোয়ারা বেগম (৫৫) নামের এক গৃহবধূ গলায় বালুভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন। রোববার দুপুরে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মনোয়ারা বেগম ওই গ্রামের মৃত গণি মণ্ডলের স্ত্রী।

মোকারম হোসেন মোল্লা নামের স্থানীয় একজন বলেন, দুপুর ১টার দিকে ওই গৃহবধূ বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হন। পাশের গড়াই নদীর তীরে গিয়ে কলসিতে বালুভর্তি করে গলায় পেঁচিয়ে নদীতে ঝাঁপ দেন। দূর থেকে এক পথচারী মহিলা দেখে চিৎকার দিলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে বিকেলে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোব বসু জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যার করার জন্য ওই গৃহবধূ নদীতে ঝাঁপ দেন। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি উদ্ধারকর্মীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার সজিব বলেন, গৃহবধূর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।