স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের আটক ৬, সাজা ২০ দিনের
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার
স্বাস্থ্য-কমপ্লেক্সে-দালাল-চক্রের-আটক-৬-সাজা-২০-দিনের
রোববার অভিযান চালিয়ে তাদের আটক করে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. নাজমুল হোসেন, সেকান্দার খান, মো. জয়, মো. শহীদুল ইসলাম, পলাশ কুমার সাহা ও মানিক চৌধুরীকে
জানা গেছে, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ দালালের আনাগোনা দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন ক্লিনিকে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগে আটক প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন সময় তাদের অনুরোধ করেও হাসপাতাল ত্যাগ করানো যায়নি। একাধিকবার সতর্ক নোটিশ প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক অফিসার ডা. রবিউল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি শেখ সিরাজুল ইসলাম। সাজা প্রদান শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়।