কারিগরি শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি শাওন
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার
কারিগরি-শিক্ষা-নিশ্চিতে-কাজ-করছে-সরকার-এমপি-শাওন
রোববার দুপুরে ভোলার লালমোহনের হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের এসইআইপি প্রকল্পের আওতায় ও রিহ্যাবের বাস্তবায়নে ষষ্ঠ ব্যাচের বিভিন্ন ট্রেডের কারিগরি প্রশিক্ষণার্থীদের জন্য এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এমপি শাওন বলেন, বিশ্বমানের জ্ঞান-বিজ্ঞান সমৃদ্ধ ও প্রযুক্তি দক্ষতানির্ভর সমাজগঠনে কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সহায়তা করতে হবে।
৭৫ জন কারিগরি প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা শেষে ৮ লাখ ১০ হাজার টাকা সম্মানী ভাতা দেন এমপি শাওন। এছাড়া প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. নূরুল আমিন শাজাহানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।