শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে জামায়াতের ৫ নেতাকর্মী জেলহাজতে

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

টাঙ্গাইলে-জামায়াতের-৫-নেতাকর্মী-জেলহাজতে

টাঙ্গাইলে-জামায়াতের-৫-নেতাকর্মী-জেলহাজতে

টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতার অভিযোগে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়। এর আগে, একইদিন ভোরে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর মঈননগর এলাকার আরিফ হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০টি জিহাদি বই, চাঁদা আদায়ের রেজিস্টার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঐ বাড়ির মালিক ও গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতের সভাপতি আরিফ হোসেন, গোড়াই হরিপাড়া গ্রামের হাসান আলী মোল্লার ছেলে মুনিরুজ্জামান, আজগানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, বগুড়ার ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নুরুজ্জামান এবং জয়পুরহাট জেলা সদরের সিরাজুল ইসলামের ছেলে মমিনুল।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, জামায়াতের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী গোড়াই সৈয়দপুর মঈননগর এলাকার আরিফ হোসেনের বাড়িতে সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে সভা করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।