হোটেল-মোটেল বুকিংয়ে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়!
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার
হোটেল-মোটেল-বুকিংয়ে-৭০-শতাংশ-পর্যন্ত-ছাড়
কক্সবাজার জেলা প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
এরই মধ্যে চার শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে শতভাগ বুকিং হয়ে গেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে তুলে ধরতে ও কক্সবাজারকে একটি আন্তর্জাতিকমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই আয়োজন করা হচ্ছে বলে জানান ডিসি মো. মামুনুর রশিদ।
ডিসি মো. মামুনুর রশিদ বলেন, কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় এবারের পর্যটন দিবসটি ভিন্ন মাত্রায় আয়োজন করা হচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে উপভোগে দেশ-বিদেশের পর্যটকদের উৎসাহিত করার লক্ষে এই মেলার আয়োজন করা হচ্ছে। পর্যটন দিবসকে সফল করতে ৭ দিন ব্যাপী আয়োজনে বিশেষ আকর্ষণে থাকছে হোটেল-মোটেল, গেস্ট হাউজে ৩০-৭০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া সব রেস্তোরাঁয় থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
এছাড়া মেলায় থাকবে আগামী জীবনের প্রজন্ম বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৌতুক, কক্সবাজারের নানান ঐতিহ্য নিয়ে নাটক। প্রতিদিন সন্ধ্যায় সৈকতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয় ও দেশের খ্যাতনামা শিল্পীরা।
কক্সবাজার ট্যুরিস্ট জোনের ওসি গাজি মিজান জানান, সৈকতে ২৪ ঘণ্টা দৃশ্যমান নিরাপত্তার ব্যবস্থা থাকবে। তাছাড়া হোটেল-মোটেলের নিরাপত্তা রক্ষার জন্য আলাদা সিভিল টিম রাখা হবে। পাশাপাশি সৈকতজুড়ে বাড়তি নিরাপত্তাও জোরদার করা হয়েছে।