তেঁতুলিয়ায় রেকর্ড বৃষ্টি
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার
তেঁতুলিয়ায়-রেকর্ড-বৃষ্টি
সম্পর্কিত খবর সারাদেশে হতে পারে বজ্রসহ বৃষ্টি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্।
তিনি বলেন, তেঁতুলিয়ায় রাতভর ভারী বৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় রেকর্ড ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাসসহ আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।
এ উপজেলার কয়েকজন বাসিন্দা জানান, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এবারের বর্ষায় এমন বৃষ্টি আজই প্রথম। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর বিভাগসহ বেশ কয়েকটি বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বা ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।