শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাথরঘাটায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

পাথরঘাটায়-বাড়ছে-ডেঙ্গুর-প্রকোপ

পাথরঘাটায়-বাড়ছে-ডেঙ্গুর-প্রকোপ

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত এক সপ্তাহে পাথরঘাটায় অন্তত ২০ জন আক্রান্ত হয়েছেন।

রোববার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, ১৮ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন মহিলা রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বেসরকারি ক্লিনিকগুলোতে অন্তত ১১ জন শনাক্তের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সাইফুল হাসান বলেন, এক সপ্তাহে নয়জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, আমাদের উপজেলা পরিষদে মিনি ফগার মেশিন রয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য দ্রুত উদ্যোগ নেয়া হবে।