গান- বৈঠার ছন্দে মেতে উঠল যমুনার তীর
প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
গান--বৈঠার-ছন্দে-মেতে-উঠল-যমুনার-তীর
শনিবার টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনিরের উদ্যোগে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
ঢাক-ঢোলের তালেতালে গ্রামবাংলার গান আর বৈঠার ছন্দে মাতিয়ে তুলেছিল যমুনা নদীর ঢেউকে। আর সেই ছন্দে ছন্দে তাল মিলিয়ে নদীর তীরে হাজার হাজার শিশু-কিশোর-কিশোরী, থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত নেচে-গেয়ে এ নৌকাবাইচ উপভোগ করেছেন।
বাইচ শুরুর আগে সকাল থেকে নদীর মধ্যে বিভিন্ন নৌকায় ও নদীর তীরে পাশ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার বিনোদনপিপাসু নৌকাবাইচ উপভোগ করেন।
নৌকাবাইচ প্রতিযোগিতায় মোট ২৪টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম হয়েছে ভূঞাপুর উপজেলার যমুনার তরী, নিকরাইল (পুনর্বাসন) ও ২য় হয়েছে মানিক তরী গাবসারা। এতে প্রথম পুরস্কার-১০০ সিসি মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার ১টি ফ্রিজসহ প্রতিযোগিতায় সব অংশগ্রহণকারী দলকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
শনিবার দ্বিতীয় দিনে যমুনা নদী সংলগ্ন কুকাদাইর নামক স্থানে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছোট মনির ও তার সহধর্মিণী ঐশী খান, উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, টাঙ্গাইল জেলা মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া (বড় মনির), ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, ইউপি চেয়ারমান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহাদত হোসেন বাবু ও বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান (বদি) প্রমুখ।