নড়াইল শহরের সৌন্দর্যবর্ধনসহ সার্বিক উন্নয়নে কাজ করছেন মাশরাফী
প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
নড়াইল-শহরের-সৌন্দর্যবর্ধনসহ-সার্বিক-উন্নয়নে-কাজ-করছেন-মাশরাফী
শুক্রবার সকালে শহরের পৌরসভা পুকুরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামফলক উন্মোচনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মাশরাফী আশা প্রকাশ করে বলেন, পর্যায়ক্রমে সব প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান হবে।
নড়াইল শহরের শতবর্ষী পুকুরটির অস্তিত্ব রক্ষায় ছয় কোটি টাকা ব্যয়ে এর চার পাড় ঘিরে ওয়াকওয়ে নির্মাণসহ সৌন্দর্যবর্ধনে প্রকল্প হাতে নেয়া হয়েছে। মাশরাফী এদিন পুকুরের উত্তর পাড়ে স্থাপিত ‘লাল মিয়া পুকুর বিউটিফিকেশন’ নামে এ প্রকল্পের নামফলক উন্মোচন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফী তার উদ্যোগে নড়াইলের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে জানান, স্মৃতিবিজড়িত পুকুরটির মতো হাটবাড়িয়া পার্কের উন্নয়নেও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সংরক্ষণের পাশাপাশি এগুলো বিনোদন কেন্দ্র হবে। এছাড়া অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় সাপেক্ষে দ্রুত নড়াইল শহরের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত ফোর লেন সড়ক বাস্তবায়ন হবে।
তিনি স্বাস্থ্যসেবার উন্নয়নে নানা উদ্যোগ তুলে ধরে জানান, ১০টি আইসিইউ বেডসহ নির্মাণাধীন ২৫০ শয্যার হাসপাতাল আগামী বছরের জুলাইয়ের মধ্যে নির্মাণ সম্পন্ন হতে যাচ্ছে। নড়াইলকে ঘিরে নেয়া সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।