মায়ের লাশ শনাক্তে মরিয়ম এখন ডিএনএ টেস্টের অনুমতির অপেক্ষায়
প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
মায়ের-লাশ-শনাক্তে-মরিয়ম-এখন-ডিএনএ-টেস্টের-অনুমতির-অপেক্ষায়
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আগামীকাল রোববার মরিয়ম মান্নানের আবেদন আদালতে পেশ করা হবে। এর আগে, গত ২৭ আগস্ট রাতে খুলনার মহেশ্বরপাশার নিজ বাসার দুই তলা থেকে নিচে পানি আনতে গিয়ে নিখোঁজ হন মরিয়ম মান্নানের মা রহিমা বেগম। পরে বিভিন্ন জায়গায় মাকে খুঁজে পাননি তিনি।
এরপর ফুলপুর থানায় তার নিখোঁজ মায়ের মতো একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন মরিয়ম। ফুলপুর থানার ওসির সঙ্গে মোবাইলে কথা বলে শুক্রবার সকালে ফুলপুর থানায় যান তিনি। ফুলপুর থানায় গিয়ে মরিয়ম মান্নানের মায়ের পায়জামা দেখে শনাক্ত করেন যে, এটাই তার মা রহিমার পায়জামা। এ সময় মরিয়মের সঙ্গে ছিলেন- তার বড়বোন কানিজ ফাতেমা, মাহফুজা আক্তার, আদরী, চাচাতো ভাই রুম্মান, ভাবী ও ভাইপো।
শনিবার বিকেলে মরিয়ম মান্নান বলেন, যে আলামত পেয়েছি এতে আমি নিশ্চিত যে এটাই আমার মায়ের লাশ। এরপরও ডিএনএ টেস্ট করাতে বলছে পুলিশ। টেস্টের জন্য আবেদন করা হয়েছে। আদালতের অনুমতির অপেক্ষায় আছি এখন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামীকাল রোববার আমরা আদালতে ডিএনএ টেস্টের জন্য অনুমতি চাইবো। আদালত অনুমতি দিলে তাৎক্ষণিক মরিয়মকে জানানো হবে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ফুলপুর উপজেলার বওলা পূর্বপাড়ার একটি গোরস্তান থেকে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে ১২ সেপ্টেম্বর লাশটি কাজিয়াকান্দা কামিল মাদরাসা গোরস্তানে দাফন করা হয়।