ক্রিপ্টোকারেন্সি লেনদেন করে কোটি টাকা হাতিয়ে নিতো তারা
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ক্রিপ্টোকারেন্সি-লেনদেন-করে-কোটি-টাকা-হাতিয়ে-নিতো-তারা
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় নজিপুর পৌর শহরের দক্ষিণ হরিরামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পত্নীতলা উপজেলার গসাইপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল হোসেন, বাবনাবাজ গ্রামের সাইদুল ইসলামের ছেলে আতা রাব্বী ও পাবনার আমিনপুর থানার খানপুর গ্রামের হরিদাস কর্মকারের ছেলে মিঠুন কর্মকার।
র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল মাধ্যমে টেন্ডারসহ বিভিন্ন বেটিং ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করছিলেন আটকরা। তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে ফের তাদের কাছে পাঠাতেন। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান, পত্নীতলা থানার নজিপুর পৌর শহরের ৬ নম্বর দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে তিন সাইবার অপরাধীকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৪টি স্মার্টফোন, পাঁচটি সিম, দুটি ল্যাপটপ, পাঁচটি মাউস, পাঁচটি কিবোর্ড, ১৫টি ক্যাবল, একটি ব্যাংক চেক, একটি স্ট্যাম্প, ৫০০ টাকা ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।