শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শার্শায় ইউপি সদস্য হত্যায় অস্ত্রসহ গ্রেফতার ৩

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

শার্শায়-ইউপি-সদস্য-হত্যায়-অস্ত্রসহ-গ্রেফতার-৩

শার্শায়-ইউপি-সদস্য-হত্যায়-অস্ত্রসহ-গ্রেফতার-৩

যশোরের শার্শায় ইউপি সদস্য হত্যাসহ একাধিক মামলার তিন আসামিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উপজেলার মহিষাকুড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন, শার্শার মহিষাকুড় গ্রামের নুর আলী মন্ডলের ছেলে শাহবাজ (৬০) আবেদ মোল্যার ছেলে জসিম উদ্দিন (৩৩) ও আমির আলী মন্ডলের ছেলে সাহেব আলী (৪০)।

জানা গেছে, গত জুন মাসে বেনাপোল থানার অধীনে বালুন্ডা বাজারে আসামিরা প্রকাশ্যে বাগআঁচড়ার ইউনিয়নের নির্বাচিত মেম্বার আশানুজ্জামান বাবুলকে হত্যা করেন। এছাড়া তারা এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার জানান, একাধিক মামলার ওই আসামিদের মধ্যে শাহবাজের স্বীকারোক্তি অনুযায়ী তার স্বজনের বাড়ি থেকে একটি দু’নালা বন্দুক ও ৬ পিস গুলি উদ্ধার করা হয়। শাহবাজের নামে হত্যা, অস্ত্র, মাদকসহ ১২টি মামলা রয়েছে।

জসিম উদ্দিনের নামে বিস্ফোরক ও হত্যা অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে এবং বিল্লালের নামে ৩টি মামলা রয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের নামে অস্ত্র মামলা দিয়ে তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।