শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমি দেখতে গিয়েই নিথর হলেন মরম 

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

জমি-দেখতে-গিয়েই-নিথর-হলেন-মরম 

জমি-দেখতে-গিয়েই-নিথর-হলেন-মরম 

সম্পর্কিত খবর কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের নেত্রকোনার কলমাকান্দায় নিজ জমি দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মরম আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মরম আলী টেংগা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি কৃষির পাশাপাশি গুতুরা বাজারে মুদির দোকান চালাতেন। 

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ধানক্ষেত দেখতে চলে যান মরম আলী। এ সময় বিদ্যুতের ঝুলন্ত তাড়ে জড়িয়ে মাটিতে পড়ে ছিলেন তিনি। এদিকে রাতেও বাড়ি না ফেরায় দোকানেই রয়েছেন বলে মনে করেন বাড়ির লোকজন। পরদিন শুক্রবার দোকান বন্ধ দেখে অনেক খোঁজাখুঁজি করেন বাড়ির লোকজন। একপর্যায়ে বাড়ির অদূরে নিজ ধানক্ষেতে বিদ্যুতের তারের পাশে মরম আলীকে পড়ে থাকতে দেখেন তারা। পরে তার উদ্ধার করা হয়।  

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।