পেশা ড্রাইভিং, আড়ালে মাদকের কারবার
প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
পেশা-ড্রাইভিং-আড়ালে-মাদকের-কারবার
ফেনীর মহিপাল এলাকা থেকে শুক্রবার ভোরে ২০ কেজি গাঁজাসহ তাদের আটক করে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কড়ইবন মোদী বাড়ির মো. বুলু মিয়ার ছেলে মো. সোহেল রানা এবং নাঙ্গলকোটের হানগরা গ্রামের মো. ওহিদুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্প জানায়, কয়েকজন কারবারি মাইক্রোবাসযোগে মাদক নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় র্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামার জন্য সংকেত দেন। এতে মাইক্রোবাসটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িসহ সোহেল রানা ও ইসমাইল হোসেনকে আটক করেন। এ সময় মাইক্রোবাসটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা পরস্পর যোগসাজশে ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার কারবার করছেন।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।