শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিয়ের ১০ বছর পর পাঁচ সন্তানের জন্ম, একে একে মারা গেল সবাই

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

বিয়ের-১০-বছর-পর-পাঁচ-সন্তানের-জন্ম-একে-একে-মারা-গেল-সবাই

বিয়ের-১০-বছর-পর-পাঁচ-সন্তানের-জন্ম-একে-একে-মারা-গেল-সবাই

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সালেমা খাতুন নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই ৫ সন্তানের জন্ম দেন তিনি। তবে এর কিছুক্ষণ পরই একে একে ৫ সন্তানই মারা যায়। সালেমা খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের ঝন্টু মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ। 

তিনি বলেন, স্বামীর সঙ্গে ওই প্রসূতি বিকেলে পেট ব্যথা নিয়ে ক্লিনিকে আসেন। ক্লিনিকে আসার পরই প্রথমে একটি সন্তান প্রসব করেন। কর্তব্যরত চিকিৎসকের সহযোগিতায় বাকি চার সন্তান প্রসব করেন। এর কিছুক্ষণের মধ্যেই পাঁচ নবজাতকের মৃত্যু হয়।

সালেমার খাতুনের স্বামী ঝন্টু মিয়া বলেন, বিকেলে স্ত্রীর পেট ব্যথা হলে ক্লিনিকে নিয়ে আসি। এরপরই একে একে পাঁচটি সন্তান প্রসব করে। কিছুক্ষণের মধ্যেই পাঁচ সন্তানই আল্লাহপাকের ডাকে সাড়া দিয়েছে। বিয়ের ১০ বছর পর সন্তানের মুখ দেখলাম। কিন্তু কেউ বেঁচে রইল না। বর্তমানে আমার স্ত্রী সুস্থ আছেন।

চিকিৎসক মাসুমা ফেরদৌস বলেন, বাচ্চাদের বয়স সাড়ে ৪ মাস। মূলত জরায়ুর সমস্যার কারণে প্রসব করেন তিনি। একটি মেয়ে, দুটি ছেলে এবং বাকি দুটা এক সঙ্গে জোড়া থাকায় চিহ্নিত করা যায়নি। প্রসূতি সালেমা খাতুন চিকিৎসাধীন এবং সুস্থ আছেন।