বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্তাকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ১০:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
বিয়ের-প্রলোভনে-তালাকপ্রাপ্তাকে-ধর্ষণ-ব্যবসায়ী-গ্রেফতার
সালথা থানার ওসি মো. শেখ সাদিক জানান, সালথা থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার আসামি লিটনকে ঢাকার রমনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই আনিসুর রহমান জানান, গত ২২ আগস্ট একজন তালাকপ্রাপ্তাকে ধর্ষণের অভিযাগে জাকির হোসেন লিটনের বিরুদ্ধে একটি মামলা হয়। এরপর থেকে জাকির পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় পুলিশ ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে। বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানো হয়।
মামলা সুত্রে জানা গেছে, ঐ নারী তালাকপ্রাপ্ত হওয়ার পর জাকির হোসেন লিটনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাকির তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিল। প্রায়ই তাকে নিয়ে বাইরে ঘুরতে নিয়ে যেতেন।
গত ১৫ আগস্ট বেলা ১১টার দিকে সালথা বাজারে কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হলে পথে জাকিরের সঙ্গে দেখা হয় ঐ নারীর। এ সময় তাকে ফুসলিয়ে কাগদী গ্রামে একটি দোতলা বাড়িতে নিয়ে করে ধর্ষণ করে জাকির। তিনি এতে অসুস্থ হয়ে পড়লে জাকির কৌশলে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।