রাজশাহীতে নার্সকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
রাজশাহীতে-নার্সকে-হাতুড়ি-দিয়ে-পিটিয়ে-হত্যার-চেষ্টা
হামলার শিকার গুরুতর আহত সিনিয়র স্টাফ নার্সের নাম শিলা প্রামাণিক। তিনি উপজেলার পোল্লাকুড়ি গ্রামের রঘুনাথ প্রামাণিকের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র নার্স হিসেবে কর্মরত অছেন।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ওসি মো. তৌহিদুল ইসলাম।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নতুন বিল্ডিংয়ের দোতালায় ভায়া রুমে গাইনি পরীক্ষার জন্য কাজ করছিলেন সিনিয়র নার্স শিলা। হঠাৎ পেছন থেকে একজন মাস্ক পরিহিত যুবক নার্স শিলাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। সে হামলাকারীকে ২-৩ মিনিটের মতো প্রতিহত করার চেষ্টা করে এবং রক্ষার জন্য চিৎকার দেন। চিৎকার শুনে সহযোগিরা এগিয়ে আসলে হামলাকারী যুবক তার হাতে থাকা হাতুড়ি ফেলে পালিয়ে যায়।
পরে হাসপাতাল থেকে খবর পেয়ে মোহনপুর থানার এসআই ধীমান চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সার্বিক তথ্য সংগ্রহ করেন।
আহত শিলা বলেন, কে, কি কারণে তার ওপর হামলা করেছে সে বিষয়ে কিছুই জানি না। এ হাসপাতালে চাকরি করা অবস্থায় সেবা দিতে গিয়ে কারো সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করিনি। কিন্তু এমনটা কেন হলো এটাতেই অবাক হচ্ছি।
এদিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুল কবিরের বলেন, সিনিয়র স্টাফ নার্স শিলার সার্ভিস স্ট্যাটাস খুবই সন্তোষজনক। তার বিরুদ্ধে এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু তার সঙ্গে এমন ঘটনা সত্যিই অপ্রত্যাশিত।
এ বিষয়ে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের ওপর হামলার ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে বলা হয়েছে। ঘটনা তদন্তের জন্য টিএসওকে নির্দেশ দেওয়া হয়েছে। আহত শিলাকে সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো মামলা হয়নি। আহত নার্সের চিকিৎসা শেষে থানা একটি মামলা হবে। আর আসামিকে শনাক্তের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজসহ স্থানীয়দের কাছে থেকেও তথ্য সংগ্রহ চলছে। দ্রুত হামলাকারীকে আইনের আওতায় হবে।