শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

মাদক-মামলায়-রোহিঙ্গা-যুবকের-যাবজ্জীবন

মাদক-মামলায়-রোহিঙ্গা-যুবকের-যাবজ্জীবন

কক্সবাজারে মাদক মামলায় এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতের নাম শামসুল আলম ওরফে কাজল শাহা। ২৫ বছর বয়সী শামসুল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এফ’র মোস্তফা কামালের ছেলে।

মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি সুলতানুল আলম বলেন, ২০১৭ সালের শেষের দিকে ১০ হাজার ইয়াবাসহ আটক হন রোহিঙ্গা যুবক শামসুল। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।