শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোপালগঞ্জে ভ্যানচালক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

গোপালগঞ্জে-ভ্যানচালক-হত্যা-মামলায়-একজনের-যাবজ্জীবন

গোপালগঞ্জে-ভ্যানচালক-হত্যা-মামলায়-একজনের-যাবজ্জীবন

সম্পর্কিত খবর বাসায় ঢুকে দুই কিশোরীকে ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন গোপালগঞ্জে ভ্যানচালক আব্দুর রব হত্যা মামলায় আনোয়ার খাঁ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। তবে আদালতে অনুপস্থিত ছিলেন আসামি। এ মামলায় খালাস পেয়েছেন আরো দুজন।

মামলার বিবরণে জানা গেছে, মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকার চুন্নু শেখের গ্যারেজ থেকে ভ্যান ভাড়া নেন একই এলাকার আব্দুর রব। কিন্তু ভ্যানটি গ্যারেজে জমা ও ভাড়ার টাকা না দেওয়ায় ২০০৭ সালের ১১ জনু সালিশ হয়। আব্দুর রব পরদিন ১২ জুন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরদিন উপজেলার কানুরিয়া গ্রাম থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আব্দুর রাজ্জাক মোল্লা। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।