শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ লেজেন্ডের নেতৃত্ব দিবেন শাহাদাত

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

বাংলাদেশ-লেজেন্ডের-নেতৃত্ব-দিবেন-শাহাদাত

বাংলাদেশ-লেজেন্ডের-নেতৃত্ব-দিবেন-শাহাদাত

আগামী ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে রোড সেফটি ওয়ার্ল্ড লেজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এবারের দ্বিতীয় আসরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিব। 

২২ দিনের এই টুর্নামেন্ট ভারতের কানপুর, রায়পুর, ইন্দোর ও দেরাদুনের ভেন্যুতে অনুষ্ঠিত হবে । দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে দেরাদুনের মাঠে অনুষ্ঠিত।

কিছুদিন আগেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ানো অলক কাপালি এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়া প্রথমবার খেলবেন তুষার ইমরানও। 

এছাড়া গতবার অংশ নেওয়া নাজিমউদ্দিন, আফতাব আহমেদ, মেহরাব হোসেন অপি রয়েছেন দলে। বোলিংয়ে আবুল হাসান রাজুকে নেওয়া হয়েছে। রয়েছেন ধীমান ঘোষও।

এবার প্রতিযোগিতায় নতুন দল হিসেবে যুক্ত হয়েছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। দল দুটির অধিনায়ক করা হয়েছে যথাক্রমে ইয়ান বেল ও রস টেইলরকে। এছাড়া ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে যথাক্রমে শচীন টেন্ডুলকার, শেন ওয়াটসন ও ব্রায়ান লারা রয়েছেন। শ্রীলংকাকে নেতৃত্ব দিবেন তিলকরত্নে দিলশান।

বাংলাদেশ লেজেন্ডস স্কোয়াড: 
নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, অলক কাপালি (সহ-অধিনায়ক), ধীমান ঘোষ (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন রাজিব (অধিনায়ক), আবুল হাসান রাজু, মোহাম্মদ ইলিয়াস, আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মামুন উর রাশেদ।