শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কঠিন চাপে পারফর্ম করেই দলে জায়গা নিতে হবে: সাকিব

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

কঠিন-চাপে-পারফর্ম-করেই-দলে-জায়গা-নিতে-হবে-সাকিব

কঠিন-চাপে-পারফর্ম-করেই-দলে-জায়গা-নিতে-হবে-সাকিব

শুরুর খেলায় আফগানদের কাছে আর লংকানদের কাছে বৃহস্পতিবার টাইগাররা হেরেছে ২ উইকেটে। যদিও দুটি ম্যাচেই হারের পেছনে বড় কারণ ডেথ ওভারের বাজে বোলিং। যে কারণে আক্ষেপে পুড়তে হয়েছে দলকে। 

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও সবার পারফরম্যান্স দেখে কারা চাপের মুখে দলের প্রয়োজনের সময় পারফর্ম করতে পারেন সেটি বুঝে দল সাজাবেন সাকিব।

তবে তিনি সবাইকে এ বার্তা দিয়েও রাখলেন, যারা ব্যর্থ হবেন তাদের দলে জায়গা হবে না বলেও হুঁশিয়ারি জানালেন টাইগার ক্যাপ্টেন।

লঙ্কানদের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সাকিব বলেন, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে আমাদের খেলা আছে। এগুলো অনেক সাহায্য করবে। এটা আমাদের জন্য চোখ খুলে দেয়ার মতো ব্যাপার যে, পেসাররা চাপের সময় কেমন বোলিং করে।

সাকিব বলেন, ‘এই ধরনের পিচে পেসারদের ১২ ওভার বোলিং করতে হবে। আমি বলছি না, ১২ ওভার করতেই হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ৩ পেসারের কাছ থেকে ১২ ওভার প্রত্যাশিত থাকবে। অন্তত ভালো ১০ ওভার প্রত্যাশা করবেন। 

তিনি আরো বলেন, অন্যান্য দেশ হয়তো ১৪-১৫ ওভার পর্যন্ত প্রত্যাশা করে পেসারদের কাছ থেকে। সেখান থেকে আমরা ১০-১২ ওভার প্রত্যাশা করছি। আর এটা পেস বোলারদের ডেলিভার করতেই হবে। যারা ডেলিভার করতে পারবে, তারা থাকবে। যারা পারবে না, আসলে তারা থাকবে না। খুবই সহজ হিসাব এখানে।