আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ ফিফটির রেকর্ড কোহলির
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
আন্তর্জাতিক-টি-২০তে-সর্বোচ্চ-ফিফটির-রেকর্ড-কোহলির
টি-২০র ইতিহাসে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির রেকর্ডে নিজ দলের অধিনায়ক রোহিত শর্মাকে স্পর্শ করলেন ভারতের বিরাট কোহলি।
এশিয়া কাপের চতুর্থ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৫৯ রান করেন কোহলি। ১০১ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে ৩১তম হাফ-সেঞ্চুরি পান তিনি।
এ ইনিংসের মাধ্যমে সর্বোচ্চ হাফ সেঞ্চুরিতে রোহিতের রেকর্ড স্পর্শ করেন কোহলি। ১৩৪ ম্যাচে ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে রোহিতেরও। তাই টি-২০ ইতিহাসে এখন যৌথভাবে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক কোহলি-রোহিত।
রোহিত-কোহলির পরই আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৭৫ ম্যাচে ২৭টি হাফ-সেঞ্চুরি আছে বাবরের। চতুর্থ ও পঞ্চমস্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ওয়ার্নার ২৩টি ও গাপটিল ২২টি হাফ-সেঞ্চুরি করেছেন।