অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখলেন এবাদত
প্রকাশিত : ১২:৩০ এএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
অভিষেক-ম্যাচকে-স্মরণীয়-করে-রাখলেন-এবাদত
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার আজ লংকানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি-২০তে ৭৭তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় পেসার এবাদত হোসেনের। সাইফউদ্দিনের পরিবর্তে দলে নেয়া হয় এবাদতকে।
খেলতে নেমেই লংকার ৩ উইকেট তুলে নিয়ে তার অভিষেককে স্মরণীয় করে রাখলেন এবাদত হোসেন। প্রথম স্পেলে এসে প্রথম ওভারেই তুলে নেন ২ উইকেট।
ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে জোড়া আঘাত হানেন এ ম্যাচে অভিষিক্ত এবাদত হোসেন। প্রথমে নিশাংকাকে মুস্তাফিজুর রহমান ও এরপর চারিথ আসালাঙ্কাকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত করেন তিনি।
এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশের হয়ে ইনিংসে উদ্বোধনে নামেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার খেলার আগে অভিষেক ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশ দলের নির্বাচক এবং সাবিক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
এর আগে জিম্বাবুয়েতে ওয়ানডে অভিষেক হয়েছিল এবাদতের। ওই ম্যাচে দারুন বোলিং করেছিলেন তিনি। তারই পুরষ্কার স্বরুপ সযোগ পেলেন তিনি। আজ কী লংকানদের বিপক্ষে পারবেন তেমন একটি স্পেল উপহার দিতে?
অন্যদিকে শ্রীলংকান দলেও অভিষেক ঘটেছে একজনের। তিনি আসিথা ফার্নান্দো।
ডানহাতি এই মিডিয়াম পেসার বল করতে এসেই অবশ্য শ্রীলংকাকে ব্রেক থ্রু এনে দেন। ভালো শুরু করা সাব্বির রহমানকে তিনি উইকেটের পিছনে ক্যাচ বানিয়ে আউট করেন।