টি-২০তে অভিষেক হলো এবাদতের
প্রকাশিত : ১০:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
টি-২০তে-অভিষেক-হলো-এবাদতের
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে টাইগাররা। আগের ম্যাচে খেলেছে আফগানিস্তানের বিপক্ষে এবং ওই ম্যাচে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে।
আজ লংকানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি-২০তে ৭৭তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো পেসার এবাদত হোসেনের। সাইফউদ্দিনের পরিবর্তে দলে নেয়া হয় এবাদতকে।
বৃহস্পতিবার খেলার আগে অভিষেক ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশ দলের নির্বাচক এবং সাবিক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
এর আগে জিম্বাবুয়েতে ওয়ানডে অভিষেক হয়েছিল এবাদতের। ওই ম্যাচে দারুন বোলিং করেছিলেন তিনি। তারই পুরষ্কার স্বরুপ সযোগ পেলেন তিনি। আজ কী লংকানদের বিপক্ষে পারবেন তেমন একটি স্পেল উপহার দিতে?
অন্যদিকে শ্রীলংকান দলেও অভিষেক ঘটেছে একজনের। তিনি আসিথা ফার্নান্দো।
ডানহাতি এই মিডিয়াম পেসার বল করতে এসেই অবশ্য শ্রীলংকাকে ব্রেক থ্রু এনে দেন। ভালো শুরু করা সাব্বির রহমানকে তিনি উইকেটের পিছনে ক্যাচ বানিয়ে আউট করেন।