শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাপ কাটিয়ে পাল্টা আক্রমণে বাংলাদেশ

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

চাপ-কাটিয়ে-পাল্টা-আক্রমণে-বাংলাদেশ

চাপ-কাটিয়ে-পাল্টা-আক্রমণে-বাংলাদেশ

এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। বাঁচা-মরার ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাঝে উইকেট হারিয়ে চাপে পড়লেও পাল্টা আক্রমণে এগোচ্ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে তিন উইকেটে ৭০ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশের হয়ে ইনিংসে উদ্বোধনে নামেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

নতুন এই ওপেনিং জুটি অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি। ইনিংসের তৃতীয় ওভারেই দীর্ঘদিন পর দলে ফেরা সাব্বির রহমান সাজঘরে ফেরেন। আভিষ্কা ফার্নান্দোর বলে কট বিহাইন্ড হয়ে আউট হওয়ার আগে ছয় বলে ৫ রান করেন তিনি। 

সাব্বির ব্যর্থ হলেও এদিন রুদ্রমূর্তিতে ছিলেন মিরাজ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে লংকান বোলারদের নাভিশ্বাস তোলেন তিনি। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়ে ছুঁড়ে দিয়ে আসেন উইকেট।

ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হওয়ার আগে ২৬ বলে ৩৮ রান করেন মিরাজ। তার জায়গায় নেমে সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম। করুণারত্নের বলে মাত্র ৪ রান করেই আউট হন তিনি। 

সাকিব আল হাসান ও আফিফ হোসেন দলকে এগিয়ে নিচ্ছেন।