সাকিবের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের সমান বাংলাদেশ
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
সাকিবের-সেঞ্চুরিতে-আয়ারল্যান্ডের-সমান-বাংলাদেশ
এতদিন টি-২০তে অন্তত ১০০ ম্যাচ খেলার তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার ছিলো আয়ারল্যান্ডের। এবার আয়ারল্যান্ডের সমান হলো বাংলাদেশ।
সাকিবের আগে বাংলাদেশের হয়ে টি-২০তে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন দুই সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম উঠলো সাকিবের।
আয়ারল্যান্ডের হয়ে টি-২০তে অন্তত ১০০ ম্যাচ খেলার নজির আগেই গড়েছেন তিন ক্রিকেটার পল স্টার্লিং, কেভিন ও’ব্রায়ান ও জর্জ ডকরেল।
অর্থাৎ এখন টি-২০তে অন্তত ১০০ ম্যাচ খেলার তালিকায় সবচেয়ে বেশি তিন জন করে খেলোয়াড় আছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের।
টি-২০তে ১০০ বা ততোধিক ম্যাচ খেলা ক্রিকেটাররা:
খেলোয়াড় ম্যাচ
রোহিত শর্মা (ভারত) ১৩৩
শোয়েব মালিক (পাকিস্তান) ১২৪
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ১২১
মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ১২০
মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ১১৯
ইয়ন মরগান (ইংল্যান্ড) ১১৫
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) ১১৪
কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড) ১১০
জর্জ ডকরেল (আয়ারল্যান্ড) ১০৫
ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) ১০৪
রস টেইলর (নিউজিল্যান্ড) ১০২
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ১০১
কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ১০১
বিরাট কোহলি (ভারত) ১০০
সাকিব আল হাসান (বাংলাদেশ) ১০০