যেখানে সাকিবের পরই রশিদ
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
যেখানে-সাকিবের-পরই-রশিদ
নিউজিল্যান্ডের টিম সাউদিকে টপকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয়স্থানে উঠেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিল আফগানিস্তান। এ ম্যাচে বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ।
এই ৩ উইকেট শিকারের মাধ্যমে সাউদিকে টপকে যান রশিদ। ৬৮ ম্যাচে তার উইকেট এখন ১১৫। আর ৯৫ ম্যাচে সাউদির ঝুলিতে আছে ১১৪ উইকেট।
টি-২০ ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ডটি বাংলাদেশের সাকিব আল হাসানের দখলে। ১০০ ম্যাচে ১২২টি উইকেট নিয়ে শীর্ষে টাইগার অধিনায়ক সাকিব। ফলে এখন সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন রশিদ।