শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জামালপুরে পাওয়া গেল মেসির বাড়ি

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

জামালপুরে-পাওয়া-গেল-মেসির-বাড়ি

জামালপুরে-পাওয়া-গেল-মেসির-বাড়ি

কাতার বিশ্বকাপকে সামনে রেখে এখনই দেশের প্রত্যন্ত এলাকায় শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। মেসি-নেইমার প্রেমীদের সে ভালোবাসা যেনো আরো বেশি।  

তাইতো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের চরদাদনা গ্রামে খোঁজ মিললো মেসির বাড়ির। 

এ গ্রামে বাড়ি করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কেবল মেসিই নয় দেখা গেলো ব্রাজিল তারকা নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়রের বাড়িও। 

আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে নিজের শখের কবুতর বিক্রি করে আর্জেন্টিনার পতাকার আদলে টিনের দোচালা ঘর রং করেছেন লিওনেল মেসির অন্ধভক্ত শামীম হাসান নামে এক যুবক।

বিষয়টি অবাক হওয়ার মতো ঘটনা হলেও এই বাড়ি দুটি দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। বাড়ি দুটিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে রীতিমতো উন্মাদনা সৃষ্টি হয়েছে। 

এমন মেসি প্রেমিক ইসলামপুর ডিগ্রী কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামীম হাসান শামীম হাসান বলেন, ‘আমার শখের কবুতর বিক্রি করে ১০ হাজার টাকা খরচ করে আমার ঘরে আর্জেন্টিনার পতাকার মতো রং করি।  আমার প্রিয় দল আর্জেন্টিনা। আর আমি মেসির ভক্ত। এইবার বিশ্বকাপে আর্জেন্টিনা কাপ নিবে। আমার এই ভালোবাসা থেকেই এই বাড়িটা বানাইছি। এই কাজটি শেষ করতে আমার তিন মাস পরিশ্রম দিতে হয়েছে। আমি একা না এতে আমরা বন্ধুরা মিলে রংয়ের কাজ করি।’

শামীম আরও বলেন, শুধু আর্জেন্টিনার পতাকা নই। এখানে বাংলাদেশের পতাকার ছবিও আছে। আমার প্রিয় তারকা মেসির ছবি আছে। অনেক লোক এটা দেখতে আসে। এটাই আমার শান্তি।’

শামীমের বাড়ির কয়েক বাড়ি পরেই তার প্রতিবেশী মিনহাজও তার বাড়ি রং করেছেন ব্রাজিলের পতাকার আদলে। ইসলামপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মিনহাজ বলেন, ‘আমার প্রতিবেশী শামীম হাসান তার বাড়িকে আর্জেন্টিনার পতাকার আদলে রং করেছে। আমিও ব্রাজিলের ভক্ত। তাহলে আমি কেনো পারবো না। আমিও আমার বাড়িকে ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছি।’

চরদাদনা গ্রামের বাসিন্দা আসলাম শেখ জানান ‘মেসি আর নেইমারের এই বাড়ি হবার পর পুরো নেট দুনিয়ায় আমাদের গ্রাম এখন ভাইরাল। এখন অনেকেই আমাদের গ্রামটি চিনে। ছেলে দুইটা অনেক সুন্দর কাজ করেছে। তারা তাদের প্রিয় দলের প্রতি ভালোবেসে এমন কাজ করে।’