পরিবর্তনের হাওয়ায় আজ ওপেন করতে পারেন সাব্বির
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
পরিবর্তনের-হাওয়ায়-আজ-ওপেন-করতে-পারেন-সাব্বির
এশিয়া কাপে আজ নিজেদের শেষ ম্যাচে রাত ৮টায় শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হেরে খাদের কিনারায় টাইগাররা। ম্যাচ হারলেই আসর থেকে বিদায় নিতে হবে তাদের।
বলা যায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। আফগানদের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগেছে টপ অর্ডারে। মূলত ওপেনিংয়ে নামা বিজয় ও নাঈম শেখ ব্যার্থ হওয়ায় প্রথম ম্যাচে দল হেরে বসে।
নাঈম শেখ সেদিন ৮ বল খেলে করেন মোটে ৬ রান। তারপরই গুঞ্জন উঠে শ্রীলংকার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে দলে আসছে বড় পরিবর্তন। শোনা যাচ্ছে, নাঈমের বদলে ওপেনিংয়ে ফিরতে পারেন সাব্বির রহমান।
নাঈমের পাশাপাশি আরেক ওপেনার এনামুল হক বিজয়ও প্রথম ম্যাচে রান পাননি। যে কারণে বিজয়কেও হয়ত ড্রেসিং রুমে থাকতে হতে পারে। এক্ষেত্রে বিজয়ের জায়গায় ওপেন করতে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।
বিপিএলে ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে এ ওপেনারের। এছাড়া এশিয়া কাপে দুবাই যাওয়ার আগের দুই প্রস্তুতি ম্যাচেও ওপেনিংয়ে ব্যাট হাতে ৪৬ এবং ২৯ রান করেছিলেন মিরাজ।
এর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ওপেনিংয়ে ভালো করার যে গুরুত্ব সেটা মনে করিয়ে দিয়েছিলেন।
তিনি বলেন, ‘আমরা যদি শুরুতে খুব বেশি উইকেট না হারিয়ে ভালো করতে পারি, তাহলে আদর্শ হবে। প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। আমরা যদি ব্যাটিং-বোলিংয়ে প্রথম পাওয়ার প্লে জিততে পারি, তাহলে হয়তো আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারব।’
দলের চাহিদা অনুযায়ী ব্যাটসম্যানরা খেলতে না পারায় নিজের হতাশার কথাও বলেছেন সুজন।
এ নিয়ে তিনি বলেন, ‘এই সংস্করণে আমরা যেটা বলি ফেয়ারলেস খেলার কথা, এই কথার মানে হচ্ছে, এটাই আমরা যাতে ভয়ডরহীন খেলি। আমি যদি জায়গা (হারানোর) ভয় পাই, তাহলে হবে না। আপনি যদি ইন্টেন্ট দেখিয়ে আউট হন, আমরা এটা গ্রহণ করব। কিন্তু আপনি যদি ইন্টেন্ট না দেখান, তাহলে মনে হয় আপনার দলে থাকার যোগ্যতাই নেই।’