বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
বাঁচা-মরার-ম্যাচে-বাংলাদেশের-সম্ভাব্য-একাদশ
বলা যায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। আফগানদের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগেছে টপ অর্ডারে। স্পষ্ট করে বললে ওপেনিংয়ে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি এনামুল হক বিজয় ও নাঈম শেখ। নাঈম ৮ বলে ৬ আর বিজয় ১৪ বলে খেলে করেছেন মাত্র ৫ রান।
ওপেনিং নিয়ে তাই সবচেয়ে বেশি ভাবনায় টিম ম্যানেজমেন্ট। বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শ্রীলংকার বিপক্ষে ওপেনিংয়ে আসতে পারেন মেহেদী হাসান মিরাজ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন এনামুল হক বিজয়। বাদ পড়তে পারেন নাঈম শেখও। তার জায়গায় ম্যানেজমেন্টের পরিকল্পনায় সাব্বির রহমান।
ওয়ান ডাউনে এদিনও ব্যাট হাতে নামতে পারেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার পরের পজিশনটা দলের অটো চয়েজ মুশফিকুর রহিমের। তাদের পরে ব্যাটিংয়ে আসবে টি-টোয়েন্টিতে টাইগারদের বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটার আফিফ হোসেন।
দলের আরেক অটো চয়েজ মাহমুদউল্লাহ রিয়াদ গত ম্যাচের মতো ব্যাট করতে আসবেন আফিফের পরই। পরের পজিশনটা আফগানদের বিপক্ষে ব্যাটে-বলে বাংলাদেশের একমাত্র পারফর্মার মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য। দলের অষ্টম ব্যাটার হিসেবে এদিন ক্রিজে আসার সম্ভাবনা বেশি মোহাম্মদ সাইফুদ্দিনের।
সাকিব-মিরাজের সঙ্গে দলের অন্য স্পিনার হিসেবে এ ম্যাচে শেখ মেহেদী হাসানের বদলে একাদশে জায়গা পেতে পারেন নাসুম আহমেদ। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকার পরও আফগানদের বিপক্ষে তাকে একাদশে না রাখায় অধিনায়ক ও ম্যানেজমেন্ট হয়েছেন সমালোচনার শিকার।
ফর্মে না থাকলেও পেস বোলিংয়ে বাংলাদেশের আরেক অটো চয়েজ মুস্তাফিজুর রহমান। দুবাইয়ের মাঠ পেসবান্ধব হওয়ায় এ ম্যাচেও তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। প্রত্যাশার প্রতিফলন দেখাতে না পারায় তাসকিনের একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তার জায়গায় খেলতে পারেন এবাদত হোসেন।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান/নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।