টিকে থাকার লড়াইয়ে রাতে মুখোমুখি বাংলাদেশ- শ্রীলংকা
প্রকাশিত : ০১:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
টিকে-থাকার-লড়াইয়ে-রাতে-মুখোমুখি-বাংলাদেশ--শ্রীলংকা
দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার মোকাবেলা বাংলাদেশ। ২০১৮ সালে এই ভেন্যুতেই এশিয়া কাপের মঞ্চে শ্রীলংকাকে নাস্তানাবুদ করেছিলো টাইগাররা। লংকানদের ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। তবে সেটি ছিলো ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। তারপরও ২০১৮ সালের ঐ জয়টি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দেবে।
একই আসরে এই ভেন্যুতে আরো ২টি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। দু’টিতেই ভারতের কাছে হারে তারা। এরমধ্যে ফাইনালও ছিলো। ৩ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিলো বাংলাদেশের।
তবে দুবাইয়ের এই ভেন্যুতে একটি মাত্র টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ম্যাচটি ৮ উইকেটে হারে টাইগাররা।
প্রথম ব্যাট করে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৭৪ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৩৮ বল লাগে অস্ট্রেলিয়ার। তবে ঐ লজ্জাজনক হারের স্মৃতিকে ভুলে কাল জল্বে ওঠার প্রত্যাশায় বাংলাদেশ।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।