শ্রীলংকার বিপক্ষে পিছিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ
প্রকাশিত : ০১:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
শ্রীলংকার-বিপক্ষে-পিছিয়ে-থেকে-মাঠে-নামবে-বাংলাদেশ
পরিসংখ্যান অনুসারে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে পিছিয়ে থেকেই খেলতে নামবে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ১২টি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে টাইগারদের জয় ৪টি। ৮টিতে জিতেছে শ্রীলংকা।
সর্বশেষ গত টি-২০ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে খেলেছিলো বাংলাদেশ। শারজাহর ঐ ভেন্যুতে হওয়া ম্যাচটিতে লংকানদের কাছে ৫ উইকেটে হেরেছিলো টাইগাররা।
সুপার টুয়েলভের ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭১ রান তুলেছিলো বাংলাদেশ। ওপেনার মোহাম্মদ নাইম ৬২ ও মুশফিকুর রহিম অপরাজিত ৫৭ রান করেছিলেন।
এরপর ৭৯ রানেই শ্রীলংকার ৪ উইকেট শিকার করে এক পর্যায়ে জয়ের সুবাতাস পাচ্ছিল টাইগাররা। কিন্তু পঞ্চম উইকেটে ৫২ বলে ৮৬ রানের দুর্দান্ত এক জুটি গড়ে বাংলাদেশকে জয় বঞ্চিত করেন শ্রীলংকার চারিথ আসালঙ্কা ও ভানুকা রাজাপাকসে। আসালঙ্কা ৮০ ও রাজাপাকসে ৫৩ রান করেন।
সব মিলিয়ে যেমন শ্রীলংকার বিপক্ষে পিছিয়ে আছে বাংলাদেশ। তেমনি এশিয়া কাপের পরিসংখ্যানেও পিছিয়ে টাইগাররা। এখন পর্যন্ত এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের জয় ৩টিতে, শ্রীলংকার জয় ১১টিতে। এরমধ্যে ২০১৬ সালের আসরে টি-২০ ফরম্যাটে শ্রীলংকাকে ২৩ রানে হারিয়েছিলো বাংলাদেশ।